ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

জামালপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মে ১৮, ২০২৫
জামালপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

জামালপুরের তিনটি উপজেলায় শনিবার (১৭ মে) রাতের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

রোববার (১৮ মে) সকালে জেলার ইসলামপুর, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি।

গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।  

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে ইসলামপুরের চরাঞ্চল এবং মেলান্দহের ডেফলা এলাকায় শতাধিক বাড়িঘর ভেঙে যায়। উড়ে চলে গেছে টিনের চালা। অনেক মানুষ রাত কাটাতে বাধ্য হন খোলা আকাশের নিচে।

ঝড়ের তাণ্ডবে সড়কে গাছ উপড়ে পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সরদারপাড়া এলাকায় ভারি বৃষ্টির পানির স্রোতে সড়কের একটি অংশ ভেঙে গেছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া ঝড়ে বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে পড়ায় ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় রাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।