ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ঘৃণার ফল: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, ফেব্রুয়ারি ২২, ২০১৮
রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ঘৃণার ফল: অ্যামনেস্টি বাংলদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। ফাইল ফটো

ঢাকা: মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর চালানো দেশটির সেনাবাহিনী ও মগদের ‘জাতিগত নিধন’ নির্যাতনকে ঘৃণার ফল হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)। 

‘দ্য স্টেস অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান’ রাইটস শীর্ষক এক বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ১৫৯ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদনটি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সংখ্যালঘুদের প্রতি ঘৃণা-ভয়ের কারণে দেশটিতে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর গণহারে নির্যাতন করা হয়েছে।  

এআই-এর মহাসচিব সলিল শেঠী বলেন, যুক্তরাষ্ট্র সরকার কয়েকটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে নেতারা যে ঘৃণার রাজনীতি শুরু করেছেন তা আজ এক বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে।

সামাজিক সুবিচারের জন্যে নতুন বা পুরনো কর্মীদের নিরলস প্রচেষ্টা নির্যাতিতদের মনে আশা সৃষ্টি করে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।