ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জুন ২৮, ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পটি থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে সেগুলোর বেশিরভাগই তীব্রতা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না।

এর আগে গত ২৪ জুনও দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।  

সূত্র: এএফপি

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।