ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হামাসের হামলায়  ৪ ইসরায়েলি সামরিক যান ধ্বংস, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৮, জুন ২৭, ২০২৫
হামাসের হামলায়  ৪ ইসরায়েলি সামরিক যান ধ্বংস, নিহত ১

হামাস জানিয়েছে, গাজার উত্তরে চালানো হামলায় তারা এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে এবং চারটি সামরিক যান ধ্বংস করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ২০ জুন জবালিয়ার পূর্বে চারটি রোডসাইড বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এতে দুইটি মার্কাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান (আর্মড পার্সোনেল ক্যারিয়ার), এবং একটি D9 বুলডোজার ধ্বংস হয়।

তাদের ভাষ্য অনুযায়ী, তিন দিন পর (২৩ জুন) গাজা শহরের শেজাইয়া এলাকার পূর্বে আল-মুনতার পাহাড়ের কাছে এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে হামাসের স্নাইপাররা।

হামাস কেন কয়েক দিন পর এসব হামলার বিবরণ প্রকাশ করল, সে বিষয়ে তারা কিছু জানায়নি। তবে গাজায় যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়ায়, অনেক সময় মাঠের যোদ্ধাদের নিরাপদে ফিরে আসা ও ঘটনাস্থল যাচাই না হওয়া পর্যন্ত এমন ঘোষণায় বিলম্ব হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।