ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না বলে ইসরায়েলকে আশ্বস্ত করেছিল রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুন ২১, ২০২৫
ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না বলে ইসরায়েলকে আশ্বস্ত করেছিল রাশিয়া: পুতিন

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, বিষয়টি নিয়ে ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে পুতিনের এ বক্তব্য নতুন করে গুরুত্ব পাচ্ছে। মস্কো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে কোনো সামরিক লক্ষ্য নেই।

এর আগে, চলতি সপ্তাহে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ আল জাজিরাকে জানান, প্রেসিডেন্ট পুতিন একাধিকবার ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে মস্কোর আগ্রহ প্রকাশ করেছেন। বগদানভ বলেন, উত্তেজনা কমাতে এবং সংঘাত প্রতিরোধে আমরা গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব জাতীয় গোয়েন্দা পরিচালকের বক্তব্যকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন। ওই গোয়েন্দা কর্মকর্তা এক শুনানিতে জানান, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না। ট্রাম্প তার এই মন্তব্যকে উড়িয়ে দেন, যা যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে একপ্রকার বিভ্রান্তির সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) নিয়ে আলোচনায় অন্যতম প্রধান অংশীদার ছিল রাশিয়া। দেশটি শুরু থেকেই সব পক্ষকে কূটনৈতিক পথে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়ে আসছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।