ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ব্যাংকিং

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে টাকা পাঠানো সহজ হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, মে ২২, ২০২৫
বিদেশে ভাষা শিক্ষা কোর্সে টাকা পাঠানো সহজ হলো

সহজ করা হয়েছে বিদেশে ভাষা শিক্ষা গ্রহণে টাকা পাঠানোর নিয়ম। কোর্সটির জন্য বৈদেশিক শিক্ষা ফি পাঠাতে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দি‌য়ে‌ছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা নির্ধারিত নথিপত্র উপস্থাপন সাপেক্ষে অনুমোদিত ব্যাংকের মাধ্যমেই সরাসরি প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবেন।

আগে শুধু ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে এই সুবিধা থাকলেও এখন ভাষা শিক্ষাকেও এই কাঠামোর আওতায় আনা হলো।  

অন্য এক নির্দেশনায় শিক্ষা গ্রহণে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সহজ করে বাংলাদেশ ব্যাংক।  

জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।