ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, জানুয়ারি ৯, ২০২৫
খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসির) ৪ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটেল সি-গালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাছাড়া ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ছিলেন। খুলনার দৌলতপুরে আলোচিত হুজি শহীদ হত্যা মামলার আসামিও ছিলেন তিনি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।