ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, আগস্ট ২০, ২০২৫
র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে সাত হাজার ২৭৫ কেজি বা সাত টনের বেশি পলিথিন জব্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন ছিন্নমূল শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং র‌্যাব-৪ এর একটি যৌথ দল এতে অংশ নেয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম ও র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, জব্দ করা নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।