ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ১০ জুয়ারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, মার্চ ৬, ২০২৩
রাজবাড়ীতে ১০ জুয়ারি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বালিয়াকান্দি থানার শিবপুর গ্রামের মো. জিল্লু শেখের চায়ের দোকান ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. জিল্লু শেখ (৪০), মো. সেলিম শেখ (৪৫), মো. জাহিদ শেখ (৩৮), মো. সবদুল শেখ ওরফে ফরহাদ (২৪), আব্দুর রহিম (৪৭), মো. শরিফ শেখ (২৮), মো. মাজেদ শেখ (৩০), মো. লিটন সরদার (২৭), শিবপুর গ্রামের বিপ্লব মোল্লা ওরফে বিপুল মোল্লা (২২) এবং মো. ইউনুছ শেখকে (৫৬)।

সোমবার (৬ মার্চ) রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রীসহ তাদের গ্রেফতার করে।  

এ ঘটনায় বালিয়াকান্দি থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ