ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

লাইফস্টাইল

করোনা আক্রান্ত যখন খুব কাছের

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ৪, ২০২০
করোনা আক্রান্ত যখন খুব কাছের বাড়তি সতকর্তা

চারদিকে যেভাবে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করে নিশ্চিন্ত থাকার আসলে কোনো সুযোগ নেই। কারো অফিসের সহকর্মী তো কারো বাসার পাশের ফ্লাটের প্রতিবেশী করোনায় আক্রান্ত। এই অবস্থায় নিরাপদে থাকতে মানতে হবে বাড়তি সতকর্তা। আতঙ্কিত না হয়ে যা করতে হবে: 

•    বিশেষজ্ঞরা বলেন, যিনি আক্রান্ত হয়েছেন যদি তার সঙ্গে নিয়মিত সামনাসামনি কথা হয় বা হাত মিলিয়ে থাকেন তাহলে নিয়ম মেনে বাড়িতে থাকুন ১৪ দিন  

•    বাড়ির অন্যদের ঘরে থাকার জন্য অনুরোধ করুন 

•    জরুরি প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সাহায্য চাইতে পারেন

•    বাড়ির দরজা ও লিফটের বাটনগুলো নিয়ম করে জীবাণুমুক্ত করুন

•    তীব্র শ্বসকষ্ট বা জ্বর না হলে বা করোনার অন্য কোনো উপসর্গ না দেখা দিলে টেস্ট করানোর প্রয়োজন নাই 

•    তবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া 

•    চোখে, নাকে মুখে হাত না দেওয়া 

•    নিরাপদ দূরত্ব মেনে চলা 

•    অপ্রয়োজনে বাইরে না যাওয়া, আর গেলেও মাস্ক ব্যবহার করতে হবে

•    আক্রান্তের পরিবার যদি সাহায্য চান, তাদের সাহায্য করুন 
•    কোনো কিছু দিতে হলে তাদের দরজার বাইরে রেখে আসুন 

•    এই সময়টায় নিজে কারো বাড়িতে যাবেন না, আর বাইরে থেকে কাউকে আসতেও বলবেন না 

•    নিজের বা পরিবারের কেউ অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন 

•    মনে রাখবেন, ঠান্ডা মাথায় যেকোনো পরিস্থিতির মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ।

 

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ০৪, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।