ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

লাইফস্টাইল

ঈদুল আজহায় বর্ণিল সাজে লা রিভ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৪, আগস্ট ২৪, ২০১৭
ঈদুল আজহায় বর্ণিল সাজে লা রিভ  লা রিভ 

বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড লা রিভে এসেছে ঈদুল আজহার সব পোশাক। ছোট বড় সবার জন্য নানা রঙের ও নানা ধাঁচের পোশাকে সেজেছে পোশাক নির্মাতা প্রতিষ্ঠানটি। লা রিভের শোরুমে আপনি নানা রকম পোশাকের পাশাপাশি পাবেন ফ্যাশনের নানা অনুষঙ্গও। 

লা রিভ হালে নারীদের পোশাক মানেই একটু লম্বাঝুলের ও রঙের সমাহার। আর সেই কথা মাথায় রেখেই ঈদুল আজহায় লা রিভ নিয়ে এসেছে হালফ্যাশনের ‘ট্রেইল কাট টিউনিক’, ‘শার্ট স্টাইল লং টিউনিক’ ছাড়াও এশিয়ান টিউনিকে ফিউশনসহ ওয়েস্টার্ন ডিজাইনের নানারকম টিউনিক।

 

ঈদুল আজহার আয়োজনকে আরো রাঙিয়ে দিতে ঐতিহ্যবাহী প্রিন্স কাটের স্টাইল টিউনিকও পাবেন লা-রিভের শোরুমগুলোতে।

নারীদের পোশাকের রঙে এবার আনা হয়েছে সবুজ, সোনালী, গাঢ় সামরক সবুজ, আইভরি, সরিষাদানা, শরতের কমলা রঙ, দারুচিনির বাদামি রঙ, নীল।  

লা রিভে ছেলেদের ঈদের পোশাকে ৭০ দশকের ঐতিহ্যবাহী ফ্যাশন ফিরিয়ে আনার প্রয়াস চালানো হয়েছে। পাঞ্জাবি বিশেষ করে সেমি ফিট, রেগুলার ফিট, জাকুয়ার্ডস এবং বিশেষ বিভিন্ন পাঞ্জাবিতে পুরোনো ফ্যাশনগুলোর আধুনিকায়নকে প্রাধান্য দেওয়া হয়েছ।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।