ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

লাইফস্টাইল

কজি লাউঞ্জ লং বিচ স্যুটস -একটা নিলে অন্যটা ফ্রি!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ডিসেম্বর ৩, ২০১৬
কজি লাউঞ্জ লং বিচ স্যুটস -একটা নিলে অন্যটা ফ্রি!

ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম লং বিচ স্যুটস-এর কজি লাউঞ্জ, খাবার খেতে যাবেন আর সেটা যদি হয় আকাশ দেখতে দেখতে, তবে তা এনে দেবে ভালোলাগার এক ভিন্ন অনুভুতি। 

ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম লং বিচ স্যুটস-এর কজি লাউঞ্জ, খাবার খেতে যাবেন আর সেটা যদি হয় আকাশ দেখতে দেখতে, তবে তা এনে দেবে ভালোলাগার এক ভিন্ন অনুভুতি।  

প্রিয়জনকে সঙ্গে নিয়ে খাবার খেতে খেতে সময় কাটানোর এক দারুণ জায়গা হচ্ছে কজি লাউঞ্জ।

 

কখনও কখনও সূর্যের আলো, বৃষ্টির ফোটা, দেয়ালে খোদাই করা বিভিন্ন লেখা, সাজানো পরিবেশ, টেবিলে তাজা ফুল খাবারের আনন্দকে নি:সন্দেহে বাড়িয়ে দেয়। ভোজন বিলাসীদের জন্য এখানে রয়েছে দেশি বিদেশি নানা খাবারের আয়োজন।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে কজি লাউঞ্জে চলছে চমৎকার অফার ’একটি কিনলে আরেকটি ফ্রি’ যা চলবে আগামী ১০ই ডিসেম্বর ২০১৬ পর্যন্ত।  

খেলা চলাকালীন সময়ে সুস্বাদু এবং মজাদার খাবারের পাশাপাশি থাকছে মেগা স্ক্রিনে বন্ধু ও পরিবার নিয়ে খেলা দেখার সুযোগ।  

ঠিকানা: লং বিচ স্যুটস, ঢাকা সিইএন৪জি, রোড-১০৪
গুলশান-২- ফোন : +৮৮৮ ০২ ৫৫০৪৯৭১২-১৮, ০১৭৫৫৫৫৭৯৪০

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।