ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, জুলাই ৯, ২০১৯
আকস্মিক বন্যার কবলে ওয়াশিংটন ডিসি

ঢাকা: ভারি বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ওয়াশিংটন ডিসি।

সোমবার (০৮ জুলাই) সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি)।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, পার্ক।

বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। এজন্য সেখানকার প্রত্যেক নাগরিককে উঁচু স্থানে থাকতে বলা হয়েছে।

বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ইয়াহু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে সেখানকার বর্তমান জনজীবনের চিত্র।

১. বন্যার পানিতে ‍ভিজে গেছে হোয়াইট হাউসের ব্রিফিং রুমের মেঝে।

.

২. ওয়াশিংটনের পূর্বে পটোম্যাক পার্কে বন্যার পানিতে তলিয়ে রয়েছে একটি বেঞ্চ।

.

৩. রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় ধীরে চলছে যানবাহন।

.

৪. পানির নিচে তলিয়ে গেছে ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের পাশের সড়কটি।

.

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ