ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জুন ২১, ২০২৫
ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনা। ছবি: সংগৃহীত

দখলদার ইসরালি বাহিনী শনিবার (২১ জুন) সকালে ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।


 
ইস্পাহান গভর্নরের ডেপুটি সিকিউরিটি অফিসার আকবর সালেহির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

আকবর সালেহি বলেন, হামলার পর সাদা ধোঁয়া দেখা গেছে। তবে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা তরল নির্গমন ঘটেনি।

ইস্পাহান রিফাইনারি (পরিশোধনাগার) ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল না বলেও জানান তিনি।

এই কর্মকর্তার মতে, ইস্পাহান, লাঞ্জান, মোবারাকে ও শাহরেজা শহরের কিছু এলাকা আজ সকালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগ্রাসনের জবাবে ভোরে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল হোলোনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হোলোনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।  

এছাড়া তেলআবিবের আকাশে প্রতিরক্ষাব্যবস্থার সক্রিয়তা দেখা যায় এবং আকাশে বিস্ফোরণের শব্দ পুরো মেট্রোপলিটন এলাকায় প্রতিধ্বনিত হয়।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলেও সাইরেন বেজে উঠেছে।  

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, ভোরে ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও নেই।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ