ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিদেশ থেকে নাগরিকদের ফেরাতে উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, জুন ১৫, ২০২৫
বিদেশ থেকে নাগরিকদের ফেরাতে উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল লারনাকা বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইসরায়েলি এয়ারলাইনের উড়োজাহাজ

বিদেশে আটকে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে কয়েকটি উড়োজাহাজ দেশের বাইরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক শ্যমুয়েল জাকাই এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো—বিদেশে অবস্থানরত এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনা। এজন্যই কিছু উড়োজাহাজ দেশের বাইরে পাঠানো হয়েছে।  

জাকাই আরও জানান, এই প্রক্রিয়া একদিনে শেষ হবে না; এতে বেশ কয়েক দিন থেকে সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে।  

ফলে বহু ইসরায়েলি নাগরিক বিভিন্ন দেশে আটকে পড়েছেন। সরকার তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা আরও বেড়েছে। শুক্রবার শুরু হওয়া হামলা-পাল্টা হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

আজ (শনিবার) রাত পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, সংঘাত ক্রমেই ভয়াবহ দিকে যাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের আকাশে যুদ্ধবিমান দেখা যাবে।  এই মন্তব্যকে যুদ্ধের সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানের ২০ জন সামরিক কমান্ডারকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে আইডিএফ।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে ইরান এর চেয়েও কঠিন প্রতিশোধ নেবে।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ