ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, ডিসেম্বর ২৫, ২০২৪
বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা খারকিভে রাশিয়ার হামলার পরের চিত্র

লাখ লাখ ইউক্রেনীয় যখন বড়দিন উদযাপনে ব্যস্ত, তখন রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া সচেতনভাবেই বড়দিনে হামলা চালিয়েছে।

রাশিয়ার ছোড়া ১৮৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

যেসব এলাকায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খারকিভ, কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক, পোলতাভা, ঝিতোমির, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও জাপোরিঝিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

রাশিয়া তাদের ব্যাপক হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দূরপাল্লার নির্ভুল অস্ত্র এবং আঘাতকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।  

হামলার শঙ্কায় কিয়েভে মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে। এক নারী বলেন, বাড়িতে থাকা তাদের জন্য ভয়ঙ্কর।  

কিয়েভের কিছু এলাকাসহ অন্যান্য স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং পরিকল্পিত লোডশেডিং চলছে বলে জানায় বিবিসি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।