ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, আগস্ট ২৯, ২০২৩
প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকবেন না বলে জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের এক মন্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান।

পেসকভ বলেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে প্রেসিডেন্ট অবগত নন। তিনি এতে যোগ দেবেন, এমন কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, ক্রেমলিনের কাছে বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা নিতান্তই প্রিগোজিনের পরিবারের ব্যাপার।

গত ২৩ আগস্ট মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়। প্রথমদিকে বিষয়টি নিশ্চিত না হলেও দুয়েকদিন আগে এক বিবৃতির মাধ্যমে রাশিয়া জানায়, বিমান বিধ্বস্তে ওয়াগনার প্রধান মারা গেছেন।

ঘটনার পরদিন ভ্লাদিমির পুতিন নিহত প্রিগোজিনের পরিবারকে সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ