ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোদির মানহানির মামলায় বিবিসিকে সমন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ২২, ২০২৩
মোদির মানহানির মামলায় বিবিসিকে সমন ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত তথ্যচিত্রের জন্য মানহানির মামলায় আদালত বিবিসিকে সমন জারি করেছে। ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দিল্লি হাইকোর্ট সোমবার (২২ মে) বিবিসিকে তার ওই তথ্যচিত্রের জন্য এ সমন জারি করে।

ওই তথ্যচিত্রে বলা হয়েছে, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় মোদির নেতৃত্বকে কমপক্ষে ১০০০ লোক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলমান।

তবে মুসলমানরা মৃতের সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি বলে দাবি করেছেন।

মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে তিনি জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন।

এ মানহানির মামলাটি করে গুজরাট ভিত্তিক অলাভজনক একটি বেসরকারি প্রতিষ্ঠান।  

ওই তথ্যচিত্রে যা বলা হয়েছে এতে ভারতের বিচার বিভাগ ও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

ওই বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী সিদ্ধার্থ শর্মা আদালতে বলেন, বিবিসির ওই তথ্যচিত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের মানহানি করা হয়েছে। তার ভিত্তিতেই এ মানহানির মামলা করা হয়।

শর্মা আরও বলেন, আদালত বিবিসিকে সমন জারি করেছে। পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

বিবিসির মুখপাত্র বলেন, আমরা আদালতের কার্যক্রম সম্পর্কে অবগত আছি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

ভারতীয় কর কর্মকর্তারা গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও মুম্বাইতে বিবিসির অফিস পরিদর্শনের কয়েক মাস পর সমন জারি করা হলো। বৈদেশিক মুদ্রার নিয়ম লঙ্ঘনের অভিযোগে এপ্রিল মাসে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের আর্থিক অপরাধ সংস্থা।

মোদি অভিযোগ অস্বীকার করে জানান, দাঙ্গা থামাতে তিনি যথেষ্ট কাজ করেননি বিষয়টি সঠিক নয়। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশিত তদন্তে তাকে বিচারের আওতায় আনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে নতুন তদন্তের আবেদন জানালে গত বছর সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

ভারত সরকার ওই তথ্যচিত্রকে পক্ষপাতদুষ্ট প্রচারণার অংশ হিসিবে অভিহিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তথ্যচিত্রের ক্লিপ ব্লক করে দেয়।  

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ