ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

খুলনায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, জুন ২০, ২০২০
খুলনায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনায় গণেশ চন্দ্র বণিক (৫৩) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ৮০৫।

করোনা হাসপাতালের মুখপাত্র ডাক্তার ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গণেশ চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকালে তার মৃত্যু হয়। গণেশ চন্দ্র মহানগরীর বড় মির্জাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।