ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

সাফের ফাইনালে যাওয়াই অনূর্ধ্ব-২০ দলের মূল লক্ষ্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ২১, ২০২২
সাফের ফাইনালে যাওয়াই অনূর্ধ্ব-২০ দলের মূল লক্ষ্য

ভারতের ভুবনেশ্বরে বসবে এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাকক্ষে এমনটাই জানিয়েছেন দলের কোচ পল স্মলি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির কোচ হিসেবে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। এবারের আসরে একটি ভালো দল নিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন স্মলি। তিনি বলেন, ‘এবারের আসরে সাফল্যের বিষয়ে আমরা আশাবাদী। আমরা ভালো একটি দল পেয়েছি। আশা করছি ফাইনালে খেলতে পারবো। ’

যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা থাকার কারণে অনেক ক্লাবের ফুটবলার পাচ্ছে না বাফুফে। তবে এটা নিয়ে চিন্তিত নন স্মলি। তিনি বলেন, ‘বিপিএলের জন্য আমরা বেশ কিচু খেলোয়াড়কে দলে পাচ্ছি না। তবে আমরা এটা নিয়ে ভাবছি না। ক্লাবগুলো নিজেদের মত করে দল গুছাতে পারবে। এখানে ফিফার বাধ্যবাধকতা না থাকায় আমরা ক্লাবকে চাপ দিতে পারবো না খেলোয়াড় ছাড়ার বিষয়ে। তবে আমাদের যেই দল নিয়ে যাচ্ছি তা যথেষ্ট শক্তিশালী। আমরা ফাইনালে খেলার বিষয়ে আশাবাদি। ’ 

অনূর্ধ্ব-২০ দলে বাফুফে এলিট একাডেমি প্লেয়ারদের আধিক্য দেখা গেছে। এবারের আসরে দলের নেতৃত্ব দেবেন তানভির হোসেন। সহ-অধিনায়ক করা হয়েছে মো. মইনুল ইসলাম মনিকে। নিজেদের যোগ্যতা দিয়েই সকলে দলে স্থান করে নিয়েছেন বলে জানিয়েছেন স্মলি। তিনি বলেন, ‘আমরা অনেক বুঝে শুনে দল গুছিয়েছি। যারা যোগ্য তারাই দলে স্থান করতে পেরেছেন। কাকে দলে পেলাম কাকে পেলাম না সেটা নিয়ে ভাবতে চাইনা। ’

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।