ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

হ্যাটট্রিক করে শেখ জামালকে বড় জয় এনে দিলেন ম্যাথিউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, এপ্রিল ৩, ২০২২
হ্যাটট্রিক করে শেখ জামালকে বড় জয় এনে দিলেন ম্যাথিউ

চিনেডু ম্যাথিউর হ্যাটট্রিকে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর জয়ে ফিরল শেখ জামাল।

রোববার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২৯তম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে দলকে প্রথম এগিয়ে নেন ম্যাথিউ। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নেতো তুর্কোভিচের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাধীনতা। তবে ৬৭তম মিনিটে ম্যাথিউ হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় শেখ জামাল।

লিগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।