ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

লিডসের জালে ম্যানসিটির ৭ গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, ডিসেম্বর ১৫, ২০২১
লিডসের জালে ম্যানসিটির ৭ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লড়াইটা লড়াই ছাপিয়ে হয়েছিল গুরু বনাম শিষ্যের। মার্সেলো বিয়েলসার কাছ থেকে বহু পরামর্শ নিয়ে কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ করা পেপ গার্দিওলা নেমেছিলেন গুরুর বিপক্ষে।

তবে ম্যাচে শিষ্যের কাছে মাথা নত করলেন বিয়েলসা। লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

বুধবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিডসকে আতিথেয়তা জানা ম্যানসিটি।

সিটিজেনদের হয়ে ম্যাচের ৩২ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইনা। এর আগে খেলার অষ্টম মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রিলিশ।

বিরতির পর ৪৯তম মিনিটে রিয়াদ মাহরেজ গোল করেন। জেন স্টোনস ৭৪তম মিনিটে আরও একটি গোল জমা করেন। আর ৭৮তম মিনিটে গোল করে লিডসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাথান আকে।

লিগে ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৩৭, তারা আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।