ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

রিয়ালে জিদানের ইতিহাস গড়া চলছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, জুলাই ১৭, ২০২০
রিয়ালে জিদানের ইতিহাস গড়া চলছেই লা লিগার শিরোপা হাতে জিদান/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতার স্বাদ পেলেন জিনেদিন জিদান। লস ব্ল্যাঙ্কোসদের কোচের ভূমিকায় ২০৯ ম্যাচে এটি তার ১১তম শিরোপা। অর্থাৎ গড়ে প্রতি ১৯ ম্যাচে ১টি করে শিরোপা জিতেছেন ফরাসি কিংবদন্তি।

প্রথম দফায় প্রায় আড়াই মৌসুম রিয়ালের দায়িত্ব সামলে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন জিদান। এই সময়ে রিয়ালকে একটি লা লিগা, দুইবার উয়েফা সুপার কাপ, দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ১টি সুপারকোপা জিতিয়েছেন তিনি।

দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত আরও এক লা লিগা, ১টি সুপারকোপা জিতেছেন।

জিদানের সাফল্য কেন বাকিদের চেয়ে আলাদা তার একটা উদাহরণ হতে পারে- রিয়ালের ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে সফল মিগুয়েল মুনোজ ৬০৫ ম্যাচে দায়িত্ব পালন করে শিরোপা জিতেছিলেন ১৪টি। গড়ের হিসাবে জিদানের সাফল্যের রেট তার চেয়ে অনেক বেশি।

রিয়ালের সবচেয়ে সফল ৫ কোচের মধ্যে মাত্র একজন বুটজোড়া তুলে রাখার আগে এই ক্লাবের হয়ে খেলেননি। মুনোজ, জিদান, ভিসেন্তে দেল বস্ক এবং লুইস মোলোনিরা সবাই রিয়ালের সাদা জার্সি গায়ে চাপিয়েছিলেন, শুধু লিও বিনহ্যাকার ছাড়া। এর মধ্যে মুনোজ, মোলোনি, দেল বস্ক এবং জিদান খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই রিয়ালের হয়ে শিরোপা জিতেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।