ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

সাফের পঞ্চম শিরোপা জিতলো ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, মার্চ ২৩, ২০১৯
সাফের পঞ্চম শিরোপা জিতলো ভারতের মেয়েরা সাফের শিরোপা জিতেছে ভারতীয় মেয়েরা-ছবি: সংগৃহীত

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ভারতীয় মেয়েরা।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে শুক্রবার (২২ মার্চ) ফাইনালে শুরুতে অবশ্য বেশ ভালোই খেলছিল নেপাল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না।

উল্টো ২৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে ভারতকে এগিয়ে দেন দালিমা চিব্বা।

গোল হজম করে অবশ্য সমতায় ফিরতে বেশীক্ষণ লাগেনি নেপালের। ৩৩তম মিনিটে ভারতের ডিফেন্সের ভুলে বল পেয়ে হেড থেকে গোল করেন নেপালের সাবিত্রা। তবে ৬৩তম মিনিটে সান্ধিয়া রঙ্গানাথান ও ৭৮তম মিনিটে জাবামানি টুডুর গোলে নেপালের সব আশা শেষ করে দেয় ভারত।

এই নিয়ে নেপালকে সাফের ফাইনালে চারবারের দেখাই প্রতিবারই হারানোর স্বাদ নিল ভারত। এর আগে সেমিফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রেখেছিল ভারতীয় মেয়েরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।