ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

কোপার গ্রুপ পর্বে মাঠের বাইরে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, মে ২৪, ২০১৬
কোপার গ্রুপ পর্বে মাঠের বাইরে সুয়ারেজ ছবি:সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে উরুগুয়ের হয়ে গ্রুপ পর্বে খেলতে পারছেন না স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এ সময় বার্সেলোনা তারকাকে হ্যামিস্ট্রিং ইনজুরির চিকিৎসা করাতে হবে।

 

এর আগে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে বার্সার ২-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন সুয়ারেজ। পরে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে।

 

সোমবার কাতালান ক্লাবটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন, সুয়ারেজকে চিকিৎসা করাতেই হবে। আর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে তিনি জাতীয় দলের সঙ্গে ১ জুন যোগ দেবেন।

এদিকে উরুগয়ে যদি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে যেতে পারে, তবেই এবারের আসরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন সাবেক লিভারপুল তারকা।

এ প্রসঙ্গে বার্সার টিম ডক্টর আলবার্টো প্যান বলেন, ‘সুয়ারেজের হ্যামিস্ট্রিং ইনজুরি চিকিৎসার জন্য তিন সপ্তাহের প্রয়োজন। সে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবে। তবে নকআউট পর্বে সে খেলতে পারবে। ’

উরুগয়ে এবারের আসরে গ্রুপ ‘সি’তে লড়বে। যেখানে অস্কার তাবারেজের শিষ্যরা খেলবে মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।