ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

ব্রাজিল দলে নেই কাকা-অস্কার-ফিরমিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, মে ৬, ২০১৬
ব্রাজিল দলে নেই কাকা-অস্কার-ফিরমিনো

ঢাকা: আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। প্রাথমিক দলের পর চূড়ান্ত দলেও বেশ চমক দেখিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা।

তার ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফুটবলার কাকার।

 

প্রাথমিক দলে আগে থেকেই ছিলেন না নিয়মিত অধিনায়ক নেইমার। ব্রাজিল অধিনায়ককে শুধু অলিম্পিক ফুটবলে খেলার অনুমতি দিয়েছে তার ক্লাব বার্সেলোনা। এবার কাকার সঙ্গে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, চেলসির মিডফিল্ডার অস্কার ও পিএসজির লুকাস মৌউরা।

 

এর আগে প্রাথমিক দলে নেইমারের সঙ্গে দুঙ্গা বাদ দিয়েছিলেন দলের অভিজ্ঞ তিন ফুটবলার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা এবং রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোকে।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে বিশেষ আসর। ‘বি’ গ্রুপে থাকা ইকুয়েডর, হাইতি ও পেরুর বিপক্ষে খেলবে সেলেকাওরা।

ব্রাজিলের চূড়ান্ত দল:
গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেজ, এডারসন।

ডিফেন্ডার: মিরান্ডা, জিল, মারকুইনহোস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, দগলাস সান্তোস।

মিডফিল্ডার: লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো, কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা।

ফরোয়ার্ড: দগলাস কস্তা, হাল্ক, গ্যাবিগল, রিকার্ডো অলিভিয়েরা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।