ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

ফরাসিদের ভয় করছি না: এনিয়েমা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জুন ৩০, ২০১৪
ফরাসিদের ভয় করছি না: এনিয়েমা ভিসেন্তে এনিয়েমা

ঢাকা: নক আউট পর্বের পঞ্চম ম্যাচে ফেভারিট ফ্রান্সের বিপক্ষে লড়তে মাঠে নামবে নাইজেরিয়া। তবে ফরাসিদের ভয় পাচ্ছে না আফ্রিকার সুপার ঈগলসরা, এমনটি জানালেন নাইজেরিয়ার গোলরক্ষক ভিসেন্তে এনিয়েমা।



পশ্চিম আফ্রিকানরা এবারের আসরে ‘এফ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের সঙ্গে গোলশূণ্য ড্র করে তারা। পরের ম্যাচে ১-০ গোলে হারায় বসনিয়াকে। আর শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় নাইজেরিয়ানরা।

নাইজেরিয়ার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ এসেছে। এনিয়েমার মতে ফ্রান্সকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের। তারা তাদের স্বপ্নের অনেকটা কাছে চলে এসেছে বলেও জানান তিনি।

৩১ বছর বয়সী গোলরক্ষক এনিয়েমা বলেন, ‘আমরা কোনো দলকেই ভয় করিনা। আমাদের রয়েছে ফুটবলের ঐতিহ্য। এটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। বিশ্বমঞ্চকে ঘিরে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। আর আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে, আমরা সব কিছু করার ক্ষমতা রাখি। ’

তবে ফ্রান্সকে যথেষ্ট শক্তিশালী দল জেনে দেশের হয়ে ৯৪ ম্যাচ খেলা এই গোলরক্ষক বলেন, ‘ফ্রান্স ফেভারিট দল। কিন্তু তাদের বিপক্ষে ম্যাচে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আসর শুরুর আগেই আমি বলেছিলাম ফরাসিদের বিপক্ষে খেলাটা আমার স্বপ্ন। সত্যি বলছি আমাদের দলের সবার মাঝে আত্মবিশ্বাস রয়েছে। ’

সাবেক ক্লাব লিলের হয়ে খেলা এনিয়েমা এবার নাইজেরিয়ানদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে অধিনায়কত্ব করা গুরুত্বপূর্ণ বিষয়। এর অর্থ এই যে, দলের বাড়তি দায়িত্ব আপনার কাঁধে। যদি দল ভালো করে তবে সবকিছুই ভালো হবে, আর দল যদি হেরে যায় তবে সমস্ত দোষ আপনার কাঁধে বর্তাবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ৩০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।