ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

রুইজের গোলে এগিয়ে কোস্টারিকা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৪, জুন ৩০, ২০১৪
রুইজের গোলে এগিয়ে কোস্টারিকা ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬ মিনিট পরেই ১-০ গোলে এগিয়ে গেছে কোস্টারিকা। খেলার ৫১ মিনিটে বোলানসের পাস থেকে বল পেয়ে গোল করেন ব্রায়ান রুইজ।

আর রুইজের এই গোলে গ্রিসকে হারিয়ে জয়ের স্বপ্ন দেখছে মাঠভর্তি কোস্টারিকার সমর্থকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায় গ্রিস, তবে আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি গ্রিসের খেলোয়াড়েরা।

এর আগে প্রথমার্ধে গ্রিসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল করতে ব্যর্থ হয়েছে চলতি বিশ্বকাপে চমক জাগানো দল কোস্টারিকা। অন্যদিকে বেশকিছু আক্রমণ থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি গ্রিসের খেলোয়াড়রা।

খেলার ৮ মিনিটেই কোস্টারিকার খেলোয়াড় বোলানসের শট গ্রিসের গোলবারের উপর দিয়ে চলে যায়।

এরপর ম্যাচের ১২ মিনিটে গ্রিসের খেলোয়াড় লাজারস ক্রিস্তোদোলোপৌলসের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কোস্টারিকা। কিন্তু বোলানসের ডেলিভারিতে হেড করে গোল করতে ব্যর্থ হন কোস্টারিকার সেলসো বোর্গেস।

এরপর ২৮ মিনিটে জর্জিওস ক্যারাগুনিসের শট আটকে দেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস।

৩৬ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন গ্রিসের খেলোয়াড় সামারিস।

৩৭ মিনিটে গ্রিসের ফরোয়ার্ড সালপিনগিদিসের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস।

এরপর ৪১ মিনিটে ম্যাচের দ্বিতয় হলুদ কার্ড দেখেন কোস্টারিকার খেলোয়াড় দুয়ার্তে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।