ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুন ৮, ২০২৫
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।

গতকাল এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘বৃহস্পতিবার (৫ জুন) থেকে নেইমারের শরীরে উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষা করানো হয় তাকে। ক্লাবের চিকিৎসকরা পরীক্ষার পর নিশ্চিত করে যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরপরই তিনি সব ধরনের অনুশীলন ও কার্যক্রম থেকে দূরে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং তার চিকিৎসা চলমান রয়েছেন। ’

এটি নেইমারের দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালের মে মাসে পিএসজিতে খেলার সময়ও করোনা ধরা পড়েছিল তার। তখন চার মাস বিশ্রামের পর মাঠে ফিরেছিলেন ‘খুশি মনে’।

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমার। কিন্তু একের পর এক চোট তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি।

সেই থেকে মাঠের বাইরে থাকা নেইমার খেলতে পারেননি ২০২৪ সালের কোপা আমেরিকাতেও। তাকে রাখা হয়নি কার্লো আনচেলত্তির অধীনে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।