ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

১৭ বছর পর শিরোপা এনে দিয়েও চাকরি হারালেন পোস্টেকোগ্লু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জুন ৭, ২০২৫
১৭ বছর পর শিরোপা এনে দিয়েও চাকরি হারালেন পোস্টেকোগ্লু ছবি: সংগৃহীত

মাত্র ১৬ দিন আগেই ইউরোপা লিগ জয়ের আনন্দে মাতেছিল টটেনহ্যাম হটস্পার। ১৭ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ইউরোপিয়ান ট্রফি জেতার পর এবার বড় চমক দিল ইংলিশ ক্লাবটি।

হঠাৎ করেই বরখাস্ত করা হলো দলের প্রধান কোচ এনজ পোস্টেকোগ্লুকে।

গতকাল এক বিবৃতিতে ৫৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচের সঙ্গে পথচলার ইতি টানার খবর জানায় টটেনহ্যাম। ক্লাবের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

গত মাসের শেষ দিকে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে টটেনহ্যাম। এতে করে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। একইসঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও নিশ্চিত করে স্পার্সরা।

তবে ইউরোপা লিগ জয়ের সেই সাফল্য ঘরোয়া লিগে রঙ ছড়াতে পারেনি। প্রিমিয়ার লিগে পুরো মৌসুমেই হোঁচট খেয়েছে টটেনহ্যাম। ৩৮ ম্যাচে মাত্র ১১ জয়, বিপরীতে ২২ ম্যাচে হার। শেষ পর্যন্ত লিগ টেবিলের সপ্তদশ স্থানে থেকে মৌসুম শেষ করে তারা। মৌসুমের একটা পর্যায়ে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কাও জেগেছিল তাদের ঘিরে।

এই হতাশাজনক লিগ পারফরম্যান্সই মূলত পোস্টেকোগ্লুর চাকরি হারানোর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ইউরোপা লিগ জয় তার অবস্থান কিছুটা শক্ত করতে পারত, কিন্তু শেষ পর্যন্ত ক্লাব পরিচালনার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন।

২০২৩ সালের জুনে স্কটিশ ক্লাব সেল্টিক ছেড়ে টটেনহ্যামে যোগ দেন পোস্টেকোগ্লু। ঠিক দুই বছরের মাথায় তাকে বিদায় জানাল লন্ডনের ক্লাবটি। গ্রিসে জন্ম নেওয়া এই কোচের অধীনেই টটেনহ্যাম বহুদিন পর ইউরোপিয়ান শিরোপার স্বাদ পেলেও, শেষ পর্যন্ত তাঁকে রাখতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।