ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ক্রসবার বাধায় গোল হয়নি মেসির, পয়েন্ট হারাল মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, এপ্রিল ১৪, ২০২৫
ক্রসবার বাধায় গোল হয়নি মেসির, পয়েন্ট হারাল মায়ামি ছবি: সংগৃহীত

শিকাগো ফায়ার এফসির মাঠে বেশ কিছু সুযোগ তৈরি করেছে ইন্টার মায়ামি। বলও জালে পাঠিয়েছে দলের ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

তবে অফসাইডে সেটি বাতিল হয়। এছাড়া মেসির দুটি ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসে। শেষ পর্যন্ত আর জিততে পারেনি তারা।  

মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করে মায়ামি। ৭ ম্যাচে এ নিয়ে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান তাদের। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে চার্লট ও সিনসিন্নাটি।  

ম্যাচের শুরুতেই মেসির বক্স থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এতে দমে যাননি অবশ্য আর্জেন্টাইন তারকা। তবে প্রথমার্ধে আর গোল পাওয়া হয়নি তাদের। বিরতির পর ৬৪তম মিনিটে ফ্রি কিক নেন মেসি। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের আঙুলে লেগে সেটি ক্রসবার থেকে ফিরে আসে।  

৮৪তম মিনিটে আবারও ফ্রি কিক নেন মেসি। সেটিও ক্রসবারে লেগে ফিরে আসে। পরের মিনিটেই মেসির বাড়ানো বল থেকে জাল খুঁজে নেন সুয়ারেস। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরবর্তীতে আর কেউ তৈরি করতে পারেননি ভালো সুযোগ। ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।