ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

টানা তিন ম্যাচে হার বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ২৪, ২০২৩
টানা তিন ম্যাচে হার বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের রাউন্ড-২ এর খেলায় আজ রোববার অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছে বাংলাদেশ।  

এর আগে ভিয়েতনামের কাছে ২-০ ও ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল।

ফলে বাছাইপর্বে টানা তিন ম্যাচ হেরে দেশে ফিরে আসতে হচ্ছে রুমাদের।  

আজকে খেলার দ্বিতীয় মিনিটে গোল দিয়ে দলকে লিড এনে দেন অস্ট্রেলিয়ার সিয়েনা ডেল। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে ওই সিয়েনার কাছেই বিধ্বস্ত হয় বাংলাদেশ।  

৫৬ মিনিটে অস্ট্রেলিয়া ব্যবধান দ্বিগুণ করে। কর্নার থেকে সিয়েন্না জাল কাঁপান। ৬১ মিনিটে তিনি বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক করেন। বল গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে।  

৭৫ মিনিট ডেল জোরালো শটে দলকে চতুর্থ গোল উপহার দেন। বাকি সময়টুকু ৪-০ স্কোর লাইন ধরে রেখে মাঠ ছেড়েছে সকারুরা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।