ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কম্বোডিয়ার পথে জামাল ভূঁইয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুন ১০, ২০২৩
কম্বোডিয়ার পথে জামাল ভূঁইয়ারা ছবি: শোয়েব মিথুন

আসন্ন সাফকে সামনে রেখে প্রস্তুতি নিতে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  সাফের আগে ফিফা উইন্ডো থাকায় নিজেদের প্রস্তুতিতে তা ব্যবহার করছে তারা।

ম্যাচিট খেলতে আজ কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে দলটি। দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জামাল ভূঁইয়ারা।  

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচটি খেলবে ১৫ জুন। তবে মূল দলের বিপক্ষে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। আগামী ১২ জুন কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে সাফ মিশনে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে তারা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।