ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

কাঠবিড়ালি কাঠবিড়ালি গরমে ভয় পাও!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জুন ৩, ২০১৫
কাঠবিড়ালি কাঠবিড়ালি গরমে ভয় পাও!

কাঠবিড়ালি খাবারের খোঁজে গাছের ডালে-তলায় ছুটে বেড়ায় পুচ্ছ নাচিয়ে। কিন্তু গরম সহ্য করতে পারে না এই ক্ষুদে প্রাণি।

দিন পার হয়ে যাচ্ছে এবার আর খাবার না খেলেই নয়। আর সে কারণেই হয়তো রোদ পড়ে আসায় কাঠবিড়ালিটি বের হয়েছিলো খাবারের খোঁজে। কিন্তু গাছ থেকে নেমে কংক্রিটে পা ফেলতেই ফের দে ছুট। গরমে পা পুড়ে ওঠায় কাঠবিড়ালি দ্রুত সড়কে পড়লো। কিন্তু ফাঁকে ক্যামেরাবন্দি হয়ে গেলো বাংলানিউজের একজন পাঠকের। কলকাতা থেকে তার মোবাইল ফোনে তোলা ছবিগুলো পাঠিয়েছেন বাংলানিউজের ওই পাঠক।

বাংলাদেশ সময় ১৭০০ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।