ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

শৈলকুপায় ৩২ গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জুলাই ৭, ২০১৯
শৈলকুপায় ৩২ গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার  উদ্ধার হওয়া গোখরা সাপের বাচ্চাসহ ডিম। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার পৌরসভা এলাকার মালিপাড়া গ্রাম থেকে ৩২টি ছোট-বড় বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। 

রোববার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের কৃষক সাদেক হোসেন শেখের বসতঘর থেকে সাপের বাচ্চাসহ ডিমগুলো উদ্ধার করা হয়।
 
সাদেক হোসেনের ছেলে হালিম শেখ বাংলানিউজকে বলেন, শুক্রবার (৫ জুলাই) সকালে ঘরে সাপের খোসা দেখতে পাওয়া যায়।

পরে রোববার সকালে সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে দুপুরে ঘরের কোনা থেকে ছোট-বড় ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কিছু ডিম পাওয়া যায়। তবে মা গোখরাটিকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।