ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

চার শিল্পীর কণ্ঠে ‘একাত্তরের বীর বাঙালি’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ডিসেম্বর ১২, ২০২১
চার শিল্পীর কণ্ঠে ‘একাত্তরের বীর বাঙালি’ চার শিল্পীর এক গান

বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল চার শিল্পী হাজির হলেন এক গান নিয়ে। গানের শিরোনাম ‌‘একাত্তরের বীর বাঙালি’।

বিজয়ের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে গানটি গেয়েছেন আকাশ মাহমুদ, রাকিব রাফি, শিহাব আশরাফুল, তৌহিদুর রহমান।

‘একাত্তরের বীর বাঙালি’ গানের কথা ও সুর করেছেন রাকিব রাফি। এর কম্পোজিশনে রয়েছেন শিহাব আশরাফুল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ। এতে মডেলও হয়েছেন চার শিল্পী। গানটি ইউটিউব চ্যানেল টি আর মিউজিক স্টেশন থেকে ভিডিওতে প্রকাশ হয়েছে ১০ ডিসেম্বর।  

দেশপ্রেমের চেতনায় তৈরি গানটি এরমধ্যেই শ্রোতা-দর্শকের মন ছুঁয়েছে বলে দাবি শিল্পীদের। এ গান নিয়ে ‘টাকার মেশিন’খ্যাত গায়ক আকাশ মাহমুদ বলেন, ‘চমৎকার কথামালায় সাজানো একটি গান করেছি। যারা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছেন সেইসব মহান মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করা। শ্রোতারা শুনছেন, প্রশংসা করছেন। এটাই আমাদের তৃপ্তি। ’

গানটির গায়ক ও গীতিকবি রাকিব রাফি বলেন, ‘অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আনতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই গানটি গেয়েছি আমরা।  আশা করছি গানটি সারাদেশের মানুষের মন ছুঁয়ে যাবে। ’

গানে গানে শহীদ ও গাজী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে আনন্দিত এই গানের আরও দুই শিল্পী শিহাব আশরাফুল, তৌহিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।