ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

করোনায় আক্রান্ত ইরেশ যাকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, ডিসেম্বর ১৪, ২০২০
করোনায় আক্রান্ত ইরেশ যাকের ইরেশ যাকের

মাত্র ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্যজন আলী যাকের। বাবাকে হারানোর কিছু দিন না যেতেই এবার করোনা আক্রান্তের দলে যুক্ত হলেন অভিনেতা ইরেশ যাকের।

করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজেই। রোববার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনা পজিটিভ হলাম। গত এক সপ্তাহে যারা আমার কাছাকাছি ছিলেন, তাদের সাবধানে থাকার অনুরোধ করছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া। ’

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।