ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

আপনি সেরা স্বামী, মুফতি আনাসকে সানা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, ডিসেম্বর ১৩, ২০২০
আপনি সেরা স্বামী, মুফতি আনাসকে সানা খান স্বামীর সঙ্গে সানা খান

দীর্ঘ ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করেছেন বলিউড তারকা সানা খান। চলতি বছরের অক্টোবরে বিনোদন অঙ্গনকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।

এরপর ২০ নভেম্বর মুফতি আনাস সাঈদে বিয়ে করেন সানা। এরপর থেকে তারা রয়েছেন আলোচনায়।

সম্প্রতি অভিনেত্রী সানা খান কাশ্মীরে হানিমুনে গিয়েছেন। হানিমুনে স্বামীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে একের পর এক পোস্ট করেই চলেছেন সামাজিক মাধ্যমে।  

কাশ্মীরের গুলমার্গে স্বামীর জন্মদিন উদযাপন করেছেন সানা। ইনস্টগ্রামেও প্রকাশ করেছেন ছবি। সেখানে উর্দুতে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘সেরা স্বামী’র আখ্যা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে মুফতির একটি ছবি পোস্ট করে সানা লেখেন, আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুন এবং তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি।  

২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু হয় মডেল ও অভিনেত্রী সানা খানের। তবে তিনি ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস ৬’-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। গ্ল্যামার দুনিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।