ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

১৫০ কোটি বাজেটের ছবি মুক্তি পেলো ৫,৭০০ স্ক্রিনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, ডিসেম্বর ২২, ২০১৭
১৫০ কোটি বাজেটের ছবি মুক্তি পেলো ৫,৭০০ স্ক্রিনে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল এটি। গতবারের মতো এবারও সালমানের বিপরীতে দেখা যাবে তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে।

তবে, কতো রুপি দিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি তা নিয়ে নানা প্রশ্ন ছিলো ভক্তদের মনে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তির একদিন আগে ‘টাইগার জিন্দা হ্যায়’র বাজেট প্রকাশ করলেন নির্মাতারা।

জানা গেছে, ছবিটির প্রযোজনায় ১৩০ কোটি এবং প্রচারণায় ২০ কোটি রুপি ব্যয় করা করা। এখানেই শেষ নয়, দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি সারাবিশ্বের ৫,৭০০ স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।