ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

বিনোদন

ঈদে নাজনীন হাসান খানের পরিচালনায় ৩ নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জুন ৪, ২০২৫
ঈদে নাজনীন হাসান খানের পরিচালনায় ৩ নাটক

ঈদে আসছে নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় ৩টি নাটক প্রচার হবে। এর মধ্যে দুটি একক নাটক, অপরটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক।

একক নাটকগুলো হলো- ‘জামাই বাড়িতে ঈদ’, ‘ভুড়ির অহংকর’ এবং ধারাবাহিক নাটক ‘গণক’।

জামাই বাড়িতে ঈদ নাটকটি রচনা করেছেন অর্পনা রানী রাজবংশী, ‘ভুড়ির অহংকর’ও ধারাবাহিক নাটক ‘গণক’এই দুইটি নাটক রচনা করেছেন রাজীব মণি দাস।

নাটকগুলোর মধ্যে ‘ভুড়ির অহংকার’ নাটকটি একটু ভিন্ন ধাচের। একটা মানুষ খায়, তাই বলে এতো বেশি খায় সেইটা কল্পনাকেও হার মানায়। আবার খাইতে খাইতে পেট হয়ে গেছে বিশালাকৃতির তিমি মাছের পেটের মতো। আবার সেই ভুড়িওয়ালা পেট নিয়ে ছেলে জাবেদ যেমন অহংকার করে, তেমনি মা-ও অহংকার করতে থাকে। এই নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।  

জানা গেছে এ নাটকে অভিনয় করেছেন আ খ ম. হাসান, মৌসুমী হামিদ, রকি খান, সায়কা আহমেদ, ফরিদ হোসাইন প্রমুখ। এটি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।   

এদিকে, সাত পর্বের ধারাবাহিক নাটক ‘গণক’ নাটকেও অভিনেতা আ খ ম হাসান ও মোসুমী হামিদকে জুটি বেঁদে দেখা যাবে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশরাফুল আশিষ, ফাহমিদা তৃষা, মাসুদ মহিউদ্দিন, সায়কা আহমেদ, মাসুদ রানা মিঠু, সুজাত শিমুল, ফরিদ হোসাইন, রিকি রাফাত প্রমুখ।

অন্যদিকে, একক নাটক ‘জামাই বাড়িতে ঈদ’-এ অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রকি খান, সায়কা আহমেদ, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন প্রমুখ। নাটকগুলো আসছে ঈদে ভিন্ন ভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।