ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, মে ১৬, ২০২৫
চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিত

গেল বছর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনের কথা থাকলেও আদালতে নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগতি করা হয়। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণ করা হয়।

তবে আদালাতের স্থগিতাদেশে নির্বাচন হয়নি।

দুইবার নির্বাচন পিছিয়ে গেল ৯ মে ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন। তবে নির্বাচনের আগের দিন আবারও স্থগিতাদেশ দেয় আদালত। সেই আদেশ অমান্য করে নির্বাচনে অংশ নেন সমিতির সদস্য এবং প্রার্থীরা।

ভোটের মাধ্যমে দুই বছরের জন্য পরিচালক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হন সভাপতি পদে পরিচালক শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ভায়োলেশন মামলা দায়ের ও নির্বাচনোত্তর সকল কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনের আগের দিন ৮ মে সন্ধ্যার পর আদালত থেকে স্থগিতাদেশ জারি করা হয়। ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন গণমাধ্যমকে জানান, আদালতের স্থগিতাদেশ নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চুর বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন। এরপরও নির্বাচনের আয়োজন করতে পারেন না।

তিনি বলেন, এরকম কোনো আইন নেই যে বিকেল ৫টার মধ্যে তার অফিসে কাগজ পৌঁছাতে হবে। গত ৮ মে রাত ১০টার দিকে জারিকারক আদালত থেকে বিবাদীর বাসায় আদালতের স্থগিতাদেশ পৌঁছে দেন। বারবার ফোন করে তার বাসার ঠিকানা নেওয়া হয়েছিল। আইন হচ্ছে, ভোটগ্রহণ শুরু করার ১ মিনিট আগেও যদি তিনি আদেশ হাতে পান, তখনই সেটি বলবৎ হবে। তারা স্পষ্টত আইন লঙ্ঘন করেন।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।