ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোট গণনার সময় সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, নভেম্বর ১১, ২০২১
ভোট গণনার সময় সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত ২

নওগাঁ: সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কসবা কেন্দ্রে ভোট গণনার সময় চেয়ারম্যান প্রার্থী নৌকা এবং ঘোড়া প্রতীকের সর্মথকদের মাঝে সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধায় এই সংঘর্ষের ঘটনাট ঘটে। আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

আহতদের প্রথমে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, ঘটনাস্থলে দুই পক্ষের সংঘর্ষ ঘটলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।