ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

গাংনীতে ৩ ভুয়া ভোটার আটক-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, নভেম্বর ১১, ২০২১
গাংনীতে ৩ ভুয়া ভোটার আটক-জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হিজলবাড়িয়া কেন্দ্র থেকে তিন ভুয়া ভোটারকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এ জরিমানা আদায় করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- হিজলবাড়িয়া গ্রামের আবদুল মতিনের ছেলে জিল্লুর রহমান (১৭), একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে বাচ্চু হোসেন (১৭) ও আব্দুল মালেকের ছেলে শাওন হোসেন (১৭)।

এর আগে দুপুরের দিকে ওই তিন কিশোরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বাংলানিউজকে জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০১১ এর ৩১(২) ধারায় ওই তিন কিশোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।