ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোট দিলেন সাহারা খাতুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট দিলেন সাহারা খাতুন অ্যাডভোকেট সাহারা খাতুন। ছবি: ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে উত্তরা ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে আসেন সাহারা খাতুন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের দ্বিতীয় তলার ভোট বুথে গিয়ে ভোট প্রদান করেন তিনি।

ভোট দেওয়া শেষে তিনি নির্বাচনে জয়ের বিষয়ে নিজের আশা প্রকাশ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রচণ্ড শীতের মধ্যেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আশা করি বাকি সময়ও এভাবেই ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে যেকোন ধরনের ফলাফল মেনে নিতেও প্রস্তুত আছেন বলে জানান তিনি।

এদিকে এই আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায় ভোটারদের। ঢাকা-১৮ আসনে ভোটকেন্দ্র ২২৫টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৭১৩ জন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন তাসনিয়া হক। ভোট দেওয়ার জন্য উড়ে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি এই তরুণী। বাংলানিউজকে বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোটকেন্দ্রে আসা থেকে ভোট দেওয়া পর্যন্ত কোথাও কোন সমস্যার মুখোমুখি হইনি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।