ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাবির নিজ বিভাগে ফিরলেন জবির সাবেক উপাচার্য মীজানুর রহমান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মার্চ ২০, ২০২১
ঢাবির নিজ বিভাগে ফিরলেন জবির সাবেক উপাচার্য মীজানুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে (মার্কেটিং) যোগদান করেছেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

শনিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে রেজিস্ট্রার এনামউজ্জামানারের কাছে চিঠি দিয়ে বিভাগে যোগ দেন তিনি।

চিঠিতে তিনি লিখেছেন ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে ২০১৩ সালের ২০ মার্চ থেকে গত ১৯ মার্চ পর্যন্ত ডেপুটেশন ছুটিতে ছিলাম। উক্ত ছুটি শেষে অদ্য ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক পদে যোগদান করলাম। ’ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।