ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

উচ্চ শিক্ষার ধারণাটা পাল্টে দিতে চাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, আগস্ট ২৫, ২০১৭
উচ্চ শিক্ষার ধারণাটা পাল্টে দিতে চাই ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো’তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিক্ষা সম্পর্কে ধারণাটা পাল্টে দিতে চাই। ক্লাসে গেলাম না, ক্লাসের লেকচার সংগ্রহ করে বছর শেষে পরীক্ষা দিয়ে পাস করলাম, এটা চলবে না।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষা হবে গবেষণার, সৃজনশীলতার।

অামরা জ্ঞান অামদানি করতে চাই না, রফতানি করতে চাই। এটাই হোক অামাদের প্রত্যাশা। তবে ক্লাসরুমের বাইরেও বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। নতুন জ্ঞান, নতুন দক্ষতা, নতুন শিক্ষা অর্জন করতে হবে। অার জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। শুধু জ্ঞান দিয়ে মাথা ভর্তি করলে চলবে না।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতো বেশি জ্ঞানী লোক ঘরে বসে বোতাম টিপে টাকা চুরি করলো। এমন যদি জ্ঞান  হয়, যদি চোর হয়, তাহলে দেশের মানুষের কি কাজে লাগবে? কি উন্নতি হবে?

দেশে ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশু স্কুলে নাম লিখিয়েছে জানিয়ে নাহিদ বলেন, এখনও বড় চ্যালেঞ্জ ঝরে পড়া। অষ্টম শ্রেণি পর্যন্ত মৌলিক শিক্ষা চালিয়ে যাওয়া চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অামাদের এগিয়ে যেতে হবে।  

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকে মনে করে বিনিয়োগ মানেই প্রফিট। অামরা এটা অ্যালাও (গ্রাহ্য) করবো না। শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।

ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক অ্যান্ড ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য মুনাজ অাহমেদ নুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ এম ইসলাম প্রমুখ।

শিক্ষা বিষয়ক এই প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমঅাইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।