ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নাডার প্রভাবে পেছালো মাদ্রাসা ও বরিশাল বোর্ডের রোববারের পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, নভেম্বর ৫, ২০১৬
নাডার প্রভাবে পেছালো মাদ্রাসা ও বরিশাল বোর্ডের রোববারের পরীক্ষা

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাদ্রাসা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা পেছানো হয়েছে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সূচিও।

নতুন সূচি অনুযায়ী রোববার (০৬ নভেম্বর) অনুষ্ঠেয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর (শনিবার)। আর বরিশাল শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ১২ নভেম্বর (শনিবার)।

শনিবার (০৫ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আইএইচ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।