ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবি প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, অক্টোবর ১৬, ২০১৬
জাবি প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সোমবার (১৮ অক্টোবর) প্রশাসনিক ভবন ঘেরাও করবে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা।

একই দাবিতে মঙ্গলবারও (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত।

রোববার (১৬ অক্টোবর) রাতে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার বিচার না পেয়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।