ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে পূজা-আশুরার ৬ দিনের ছুটি শুরু ৭ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, অক্টোবর ৬, ২০১৬
বাকৃবিতে পূজা-আশুরার ৬ দিনের ছুটি শুরু ৭ অক্টোবর

বাকৃবি (ময়মনসিংহ): আসন্ন শারদীয় দুর্গা পূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (৭ অক্টোবর) থেকে বুধবার (১২ অক্টোবর) পর্যন্ত ছয়দিন ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত। তবে ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে।

১৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।