ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিনামূল্যের বইয়ে অর্থ দাবি, তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জানুয়ারি ৪, ২০১৬
বিনামূল্যের বইয়ে অর্থ দাবি, তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণে অর্থ দাবি করায় ঝালকাঠির একটি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
ঝালকাঠির নলসিটি উপজেলার তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে টাকা দাবি করায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এ নির্দেশ দেন তিনি।

 
 
গত শুক্রবার (১ জানুয়ারি) সারা দেশে পাঠ্যপুস্তক উৎসবের দিন ওই স্কুলে বিনামূল্যের বই বিতরণের জন্য শিক্ষার্থী প্রতি ৩০০ টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ।
 
শিক্ষামন্ত্রীর কাছে খবর এলে তিনি সোমবার (০৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।  
 
১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেয় সরকার।   
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।